অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির দায়ে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া বাজারের নুজাইফা মিষ্টান্ন ভান্ডারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ শে আগস্ট ) বিকালে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিচালনার জন্য জয়নাল শরীফ (৫৫) এর নুজাইফা মিষ্টান্ন ভান্ডারে এই জরিমানা করা হয়েছে।
প্রিন্ট