চার দফা দাবি আদায় লক্ষ্যে ম্যাটসের কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ দ্বিতীয় দিন উক্ত কর্মসূচি পালন করে ম্যাটস এর শিক্ষার্থীরা।
ইন্টারনিশিপ বহাল রাখা, অসংগতিপূর্ণ কোর্স কারিকুলুম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠনসহ চার দফা দাবী আদায়ের লক্ষ্য কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ম্যাটস, ফরিদপুরের সাধারণ শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে তৃতীয় বর্ষের ছাত্র জিহাদুর রহমানের অনন্তর সভাপতিত্বে ম্যাটস ফরিদপুরের ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে।
ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে ক্যাম্পাসে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় একটি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।
এ সময় ম্যাটস ফরিদপুরের দ্বিতীয় বর্ষের ছাত্র হাবিবুর রহমান, তৃতীয় বর্ষের ছাত্র আবু সুফিয়ান আহমেদ, এ এস এম সাজ্জাদ,দ্বিতীয় বর্ষ ছাত্র নিশাত মাহমুদ সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা ইন্টারনিশিপ বহাল রাখা, অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা প্রদানের দাবী জানান। অন্যথায় তাদের চলমান ক্লাস বর্জন – ছাত্র ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন।
প্রিন্ট