২০০৪ সালের ২১ আগষ্ট দেশরত্ম শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জনকে হত্যার প্রতিবাদে সোমবার ও শহীদদের স্মরনে শোক র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমতলী উপজেলা আ’লীগের উদ্যোগে।
সোমবার সকালে কালো ব্যাজ ধারণের পর দলীয় কার্যালয় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। বিকাল ৪ টায় দলীয় কার্যালয় থেকে শোক র্যালি আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর সভার মেয়র মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি উপজলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগ সভাপতি মো. মজিবুর রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সামসুদ্দিন সানু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক চাওড়া ইউপি চেযারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান, যুগ্ম সাধারন সম্পাদক কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারন সম্পাদক মো. হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিন মালাকার, ধর্মবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম. সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অশোক কুমার মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম জুয়েল, প্রচার বিষয়ক সম্পাদক দিলসাদ পারভেজ মাহবুব রিপন তালুকদার, সহ দপ্তর সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, সদস্য আব্দুস সোবহান লিটন, উপজেলা আওয়ামীলীগ সদস্য প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান ,ধিরাজ কুমার বিশ্বাস, আবুল কালাম আজাদ, মো. হুমায়ুন কবির, যুবলীগ নেতা, মাহবুবুর রহমান প্যাদা সাইফুল ইসলাম বাদল প্যাদা প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মো. মতিয়ার রহমান বলেন, বিএনপি-জামাত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে ঘাতকরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যা করতে চেয়েছিল। এখনো তারা ষড়যন্ত্র করে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চাইছে।
শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তার হাতকে আরো শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আলোচনা সভার শেষে একুশে আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
প্রিন্ট