ফরিদপুরের বোয়ালমারী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মো. জাহিদ শেখ অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছে বলে নিশ্চিত করেছেন শিক্ষা অফিসার আবু আহাদ মিয়া। মৃত জাহিদ শেখের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি নগরকান্দা উপজেলায়।
সূত্রে জানা যায়, ফরিদপুর ভাড়া বাসা থেকে রোববার সকালে বোয়ালমারী অফিসে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে লোকাল বাসের ভেতরে অজ্ঞান হয়ে যায়। পরে সহস্রাইল বাজার বাস স্ট্যান্ডে তাকে অজ্ঞান অবস্থায় নামিয়ে রেখে যায়। সেখানের লোকজন তাকে চিনতে পেরে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সাধারন চিকিৎসা শেষে ফরিদপুর পাঠানো হয়। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টায় মৃত্যু বরণ করেন।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহাদ বলেন, প্রতি দিনের ন্যায় অফিস সহকারি জাহিদ ফরিদপুর থেকে অফিসে আসার পথে বাসের ভেতরে অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসারত অবস্থায় মারা যান। তবে কেন বা কিভাবে অজ্ঞান হয়েছেন তা জানা যায়নি। প্রাথমিক ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে এমনি ঘটেছে। রোববার রাতে তাঁর লাশ নিয়ে নগরকান্দায় গ্রামের বাড়ি নেয়া হয়।
প্রিন্ট