রাশেদ ইকবাল খানকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা উপলক্ষে ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদলের যৌথ উদ্যোগে জেলা ছাত্রদলের সহ সভাপতি জিয়া রাসেল লিমনের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় শহরের ম্যাটসের সামনে হতে এক অভিনন্দন মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতাল গেইট এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত শেখ,জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজু আহমেদ সিজান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় নেতৃবৃন্দ বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনের সহ-সভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।
তারা আগামী দিনের সরকার পতনের আন্দোলনে ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী রাশেদ ইকবাল খানের নেতৃত্বে আরো জোরালো ভূমিকা রাখার প্রত্যয় করেন।
প্রিন্ট