মাগুরায় ২১ দিনের ভিডিপি অস্ত্র প্রশিক্ষণার্থী ও আনসার সদস্যদেরকে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ প্রদান ও মহড়া অনুষ্ঠিত হয়। বুধবার ১৬ আগস্ট বিকাল ৪ টার সময় জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে মাগুরা জেলা আনসার ও ভিডিপির আয়োজনে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ প্রদান করা হয়।
মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ মহোদয়ের নির্দেশনায় উক্ত ফায়ার ফাইটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ফায়ার ফাইটিং প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ টিপু সুলতান গাজী, টিআই ষষ্ঠী রাণী মজুমদার, টিআই মোঃ টিপু বিশ্বাস, টিআই প্রতাপ রায়, আনসার ব্যাটালিয়ন সদস্য ও ভিডিপি প্রশিক্ষণার্থী সদস্য বৃন্দগণ।
- আরও পড়ুনঃ ইয়েমেনে জাতিসংঘ কর্মকর্তা অপহরণ!
মাগুরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলী সাজ্জাদ ও স্টেশন অফিসার মোঃ সোহাগউজ্জামান এর নেতৃত্বে ফায়ার ফাইটার সদস্যরা প্রশিক্ষণার্থীদের তেলের আগুন, গ্যাস সিলিন্ডার ও ফায়ার স্টিং গুইশার এর প্রশিক্ষণ হাতে-কলমে দেখান।
প্রিন্ট