ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কে. আজাদ বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করতে হবে, দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে হবে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়ন যুবলীগের আয়োজনে সিএন্ডবি ঘাটে জাতীয় শোক দিবসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ.কে. আজাদ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তৃতীয় বিশ্ব থেকে উন্নয়নশীলের কাতারে প্রবেশ করেছে। সে লক্ষ্যে হামীম গ্রুপও কাজ করে চলেছে। হামীম গ্রুপে ৭৫ হাজার ছেলে-মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
হামীম গ্রুপের এ ব্যবস্থাপনা পরিচালক বলেন, ফরিদপুরের হাজার হাজার লোক হামীম গ্রুপে চাকরি করছে। আমরা ফরিদপুরের ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করতে কাজ করে যাচ্ছি।
এ ব্যবসায়ী নেতা বলেন, শুধু গলাবাজি করে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করা যাবেনা। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সবাই কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে।
ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহদী হাসান মিন্টুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নন বরং তিনি ছিলেন, আছেন এবং তিনি থাকবেন। তিনি আমাদের অহংকার। আমাদের মধ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবেন আজীবন। আমরা সবাই মিলে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করব।
এসময় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মনিরুল হাসান মিঠু, শহর আ’লীগের যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মনির, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত তানিয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক খান মো: শাহ সুলতান রাহাত প্রমূখ।
প্রিন্ট