ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তানোরে আলুর বস্তার ভাড়া ১২ টাকা ! Logo দিনাজপুর জেলা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজ ২৪৫ ফুলবাড়ী থানা উপ কমিটির পরিচিতি ও সংবর্ধনা Logo কুষ্টিয়া ছাগলের ঘাঁস কাঁটতে গিয়ে নরসুন্দরের রহস্যজনক মৃত্যু Logo ইবিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা Logo ফুলবাড়ীতে কাজিহাল ইউনিয়নের কয়েকটি হাট পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার Logo কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময় Logo কুষ্টিয়ায় হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo ডিভোর্সী নারীকে বিয়ে নিয়ে দ্বন্দ্বঃ যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত Logo পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী বাবুল সরদার গ্রেফতার Logo শালিখায় বি.এন.পি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত 
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

জেলের জালে ধরা পড়লো বিষধর রাসেলস ভাইপার সাপ

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে জেলের জালে একটি বিষধর রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে। শনিবার বেলা একটার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আতিয়ার মোড়-সংলগ্ন নদ থেকে সাপটি ধরা পড়ে।

সাপটি ধরা পড়ার পর স্থানীয় লোকজন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কুষ্টিয়া দল ও বন বিভাগকে খবর দেয়। জেলের মাছ ধরার জাল থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে বিবিসিএফ।

বিবিসিএফের সহসভাপতি ও ‘মানুষ মানুষের জন্য’ সংগঠন কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন বলেন, শনিবার দুপুরে তাঁদের কাছে খবর আসে, কুমারখালীর আতিয়ার মোড়–সংলগ্ন গড়াই নদে স্থানীয় এক জেলের মাছ ধরার ফাঁদে (দোয়াড়) একটি সাপ আটকে আছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা সেখানে যান এবং সাপটি উদ্ধার করেন। উদ্ধারের পর নিশ্চিত হন সাপটি বিষধর রাসেলস ভাইপার। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া সামাজিক বন বিভাগের কর্মকর্তা মো. জুয়েল আহমেদ বলেন, বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে জানতে পেরে কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে জেলেদের মাছ ধরার জালে একটি সাপ আটকে আছে। পরে ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিনের সহযোগিতায় সাপটি উদ্ধার করে নিয়ে আসা হয়। এ বিষয়ে খুলনা বন্য প্রাণী ইউনিটের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁদের নির্দেশনানুযায়ী পরে সাপটি অবমুক্ত করা হবে।

 

 

স্থানীয় বাসিন্দা ও বিবিসিএফ সূত্রে জানা গেছে, পদ্মা ও গড়াইয়ে জেলেদের জালসহ কয়েক দফায় সাতটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার হয়েছে। এ সময় সাপের কামড় খেয়েছেন কয়েকজন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে আলুর বস্তার ভাড়া ১২ টাকা !

error: Content is protected !!

জেলের জালে ধরা পড়লো বিষধর রাসেলস ভাইপার সাপ

আপডেট টাইম : ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে জেলের জালে একটি বিষধর রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে। শনিবার বেলা একটার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আতিয়ার মোড়-সংলগ্ন নদ থেকে সাপটি ধরা পড়ে।

সাপটি ধরা পড়ার পর স্থানীয় লোকজন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কুষ্টিয়া দল ও বন বিভাগকে খবর দেয়। জেলের মাছ ধরার জাল থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে বিবিসিএফ।

বিবিসিএফের সহসভাপতি ও ‘মানুষ মানুষের জন্য’ সংগঠন কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন বলেন, শনিবার দুপুরে তাঁদের কাছে খবর আসে, কুমারখালীর আতিয়ার মোড়–সংলগ্ন গড়াই নদে স্থানীয় এক জেলের মাছ ধরার ফাঁদে (দোয়াড়) একটি সাপ আটকে আছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা সেখানে যান এবং সাপটি উদ্ধার করেন। উদ্ধারের পর নিশ্চিত হন সাপটি বিষধর রাসেলস ভাইপার। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া সামাজিক বন বিভাগের কর্মকর্তা মো. জুয়েল আহমেদ বলেন, বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে জানতে পেরে কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে জেলেদের মাছ ধরার জালে একটি সাপ আটকে আছে। পরে ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিনের সহযোগিতায় সাপটি উদ্ধার করে নিয়ে আসা হয়। এ বিষয়ে খুলনা বন্য প্রাণী ইউনিটের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁদের নির্দেশনানুযায়ী পরে সাপটি অবমুক্ত করা হবে।

 

 

স্থানীয় বাসিন্দা ও বিবিসিএফ সূত্রে জানা গেছে, পদ্মা ও গড়াইয়ে জেলেদের জালসহ কয়েক দফায় সাতটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার হয়েছে। এ সময় সাপের কামড় খেয়েছেন কয়েকজন।


প্রিন্ট