ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খোকসায় বিএনপি’র আহবায়ক কমিটি প্রকাশ করায় আনন্দ মিছিল Logo আগে বিচার হবে সংস্কার হবে এরপরে নির্বাচন Logo চুয়াডাঙ্গা জেলা কারাগার মাসিক পরিদর্শন Logo মধুখালীতে শিষা কারখানয় বিস্ফোরণের দগ্ধ শ্রমিকের মৃত্যু Logo খোকসায় জাবাল-ই-নূর মাধ্যমিক বিদ্যালয় উদ্বোধন Logo নড়াইলে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতিকে কুপিয়ে জখম Logo ফরিদপুরে রোটারি ক্লাবের উদ্যোগ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত Logo ছাত্রদের অধিকার আদায়ে মেজর জিয়া ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেনঃ -শামা ওবায়েদ Logo নাটোরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ Logo চট্টগ্রামের পটিয়ায় পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভেড়ামারায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট তাণ্ডবের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও কেউ থানায় মামলা করতে আসেননি

জেলার ভেড়ামারায় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয় প্রামাণিকের মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা জাসদ সমর্থকদের চারটি বাড়িঘর ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট তাণ্ডবের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও কেউ থানায় মামলা করতে আসেননি।

 

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মহসিন আল মুরাদ।

তিনি বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণরূপে পুলিশের নিয়ন্ত্রণে, সবকিছু শান্ত। গতকাল প্রতিপক্ষের বাড়ি ঘেরাও করে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় এখনও কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

 

জেলা জাসদের সভাপতি হাজি গোলাম মহসিন বলেন, এ ঘটনার শুরু থেকেই আমরা দলীয় বিবৃতি দিয়ে জানিয়েছি, এটা নিছক স্থানীয়ভাবে সামাজিক একটা দ্বন্দ্ব থেকে সৃষ্ট। এর সঙ্গে জাসদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সম্পর্ক নেই। অথচ নানাভাবে দলীয় কাদা ছোড়াছুঁড়ি করে একটি মহল পানি ঘোলা করার চেষ্টা করছে।

 

তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলা করার ঘটনার দিনই শোভনকে শোকজ নোটিশ দেওয়া হয়। এরপর সাতদিন অতিবাহিত হওয়ার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একটা ঘটনার জেরে আরও এক বা একাধিক নৃশংস ঘটনার জন্ম দেওয়াটা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

 

এ সময় সবগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, তৃণমূল পর্যায়ে নানাবিধ সামাজিক দ্বন্দ্ব থেকে সংঘর্ষে রূপ নেওয়া পরিস্থিতির দায়ভার অধিকাংশ সময়ই দলের ওপর এসে পড়ে। অথচ এর সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা থাকে না। ভেড়ামারাতে যা ঘটেছে তার কোনো বিরূপ প্রভাবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সংগঠন ও ১৪ দলের শরীক দল হিসেবে জাসদের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের কোনো বিচ্যুতি ঘটার সম্ভাবনা নেই। ঘটনা যা ঘটেছে খুব শীঘ্রই জেলার নেতারা বসে আমরা ঠিক করে নেব।

 

 

উল্লেখ্য, স্থানীয় আধিপত্য ও একটি মন্দিরের কমিটি গঠন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে বুধবার (০২ আগস্ট) রাত সাড়ে ১১টায় ভেড়ামারা শহরের গোডাউন মোড়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় প্রামাণিকের ওপর হামলা হয়। এ সময় উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখমসহ গুরুতর আহত হন। পরে বুধবার (০৯ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

খোকসায় বিএনপি’র আহবায়ক কমিটি প্রকাশ করায় আনন্দ মিছিল

error: Content is protected !!

ভেড়ামারায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট তাণ্ডবের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও কেউ থানায় মামলা করতে আসেননি

আপডেট টাইম : ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

জেলার ভেড়ামারায় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয় প্রামাণিকের মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা জাসদ সমর্থকদের চারটি বাড়িঘর ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট তাণ্ডবের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও কেউ থানায় মামলা করতে আসেননি।

 

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মহসিন আল মুরাদ।

তিনি বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণরূপে পুলিশের নিয়ন্ত্রণে, সবকিছু শান্ত। গতকাল প্রতিপক্ষের বাড়ি ঘেরাও করে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় এখনও কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

 

জেলা জাসদের সভাপতি হাজি গোলাম মহসিন বলেন, এ ঘটনার শুরু থেকেই আমরা দলীয় বিবৃতি দিয়ে জানিয়েছি, এটা নিছক স্থানীয়ভাবে সামাজিক একটা দ্বন্দ্ব থেকে সৃষ্ট। এর সঙ্গে জাসদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সম্পর্ক নেই। অথচ নানাভাবে দলীয় কাদা ছোড়াছুঁড়ি করে একটি মহল পানি ঘোলা করার চেষ্টা করছে।

 

তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলা করার ঘটনার দিনই শোভনকে শোকজ নোটিশ দেওয়া হয়। এরপর সাতদিন অতিবাহিত হওয়ার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একটা ঘটনার জেরে আরও এক বা একাধিক নৃশংস ঘটনার জন্ম দেওয়াটা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

 

এ সময় সবগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, তৃণমূল পর্যায়ে নানাবিধ সামাজিক দ্বন্দ্ব থেকে সংঘর্ষে রূপ নেওয়া পরিস্থিতির দায়ভার অধিকাংশ সময়ই দলের ওপর এসে পড়ে। অথচ এর সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা থাকে না। ভেড়ামারাতে যা ঘটেছে তার কোনো বিরূপ প্রভাবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সংগঠন ও ১৪ দলের শরীক দল হিসেবে জাসদের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের কোনো বিচ্যুতি ঘটার সম্ভাবনা নেই। ঘটনা যা ঘটেছে খুব শীঘ্রই জেলার নেতারা বসে আমরা ঠিক করে নেব।

 

 

উল্লেখ্য, স্থানীয় আধিপত্য ও একটি মন্দিরের কমিটি গঠন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে বুধবার (০২ আগস্ট) রাত সাড়ে ১১টায় ভেড়ামারা শহরের গোডাউন মোড়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় প্রামাণিকের ওপর হামলা হয়। এ সময় উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখমসহ গুরুতর আহত হন। পরে বুধবার (০৯ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


প্রিন্ট