ফরিদপুরে কমিউনিস্ট পার্টির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে তারা।
নিত্য পণ্যের দাম কমানো সর্বনিম্ন মজুরি কুড়ি হাজার টাকা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে উক্ত মানববন্ধন বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও সম্পাদক মন্ডলী সদস্য কমরেড কানাই গাংগুলি সভাপতিত্বের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল। অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন।
সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন। তারা নিরপেক্ষ তদরকি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।
প্রিন্ট