ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দ্রব্যমূল্যের দামের লাগাম টানতে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে পৌর বাজারের তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ২৩ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহবুবুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার আইনে পণ্যের মূল্য তালিকা না থাকায় ফারুক ভুইয়া নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই অপরাধে ভোক্তা অধিকার আইনে জরিমানা দেওয়া অপর দুই ব্যবসায়ী হলেন পৌরসদর বাজারের ওহিদুজ্জামান মিলন (১০ হাজার ) বিল্লাল হোসেন (৩ হাজার টাকা)।
এ সময় উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, সাবেক সভাপতি কলেজ শিক্ষক মো. মোরাদ হোসেন তালুকদার, ক্যাবের সহসভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংবাদিকসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট