ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইউপি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন ।
ইউপি সচিব ভবেশ কুমার বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মুজাহিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কুমার সিকদার, ইউপি সদস্য আ: মোতালেব শেখ, রকিবুল আলম প্রমুখ।
এছাড়া কানাইপুর ইউনিয়নের বিভিন্ন দফতরে প্রতিনিধিগন তাদের সমস্যা ও দাবিদাওয়া নিয়ে বক্তব্য রাখেন।সভার শুরুতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন তার স্বাগত বক্তব্যে কানাইপুরকে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য ইউপি সদস্যসহ উপস্থিত সকলের সহযোগিতা চেয়েছেন।
- আরও পড়ুনঃ বোয়ালমারীকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা
তিনি বলেন ফরিদপুর সদর উপজেলার মধ্যে কানাইপুর একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন, এই ইউনিয়নকে আমরা মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো। এছাড়া তিনি মাদক, বাল্যবিবাহ বন্ধে ইউপি সদস্যদের জোরালো ভূমিকা রাখার আহবান জানান।
প্রিন্ট