বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে বন্যার পানির স্রোতে নিখোঁজ ফংছা মার্মা (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। সে সোনাইছড়ি এলাকার ঠাকুর পাড়া ৪নং ওয়ার্ডের মৃত মংক্য মার্মার পুত্র ।
বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকার কুদু খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।
- আরও পড়ুনঃ শোবার ঘরে মিলল বিষধর গোখরোর ২২টি বাচ্চা
স্হানীয় চেয়ারম্যান এন্যানিং মার্মা জানান, গত ৭ আগস্ট নিজ ধানের জমিতে কাজের উদ্দেশ্যে বাড়ি হতে রওনা হয় এবং কুদু খাল পার হওয়ার সময়ে খালের শ্রোতে ভেসে যায় তিনি। তার নিখোঁজের খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
বুধবার সকাল ৭টার দিকে কুদু খালে গাছের শিকড়ের সাথে লেগে থাকা অবস্থায় তার মরদেহ দেখতে পান। সেখান থেকে তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানান।
প্রিন্ট