রাজশাহীর বাঘায়, মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের ব্যবস্থপনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,সাড়ে ১০ টায় আলোচন সভা ও সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় সেলাই মেশিন, আর্থিক অনুদান প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। এছাড়াও বাদ যোহর সুবিধামত সময়ে মোনাজাত / বিশেষ প্রার্থনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন,মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সবসময় পাশে ছিলেন বলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাফল্যলাভ সহজ হয়েছে। শুধু ছাত্রজীবন নয়, রাজনৈতিক জীবনেও বঙ্গমাতা সবসময় বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী হিসেবে ছিলেন। ঘর-সংসার সামাল দিয়ে বঙ্গবন্ধুকে রাজনীতিতে সহযোগিতা করতেন। কখনও হতাশ হননি। বাংলাদেশের স্বাধীনতা অভ্যুদয়ে বঙ্গবন্ধুর ক্ষেত্রে বঙ্গমাতার অনেক অনুপ্রেরণা কাজ করেছে।
বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি মো: জুয়েল আহাম্মেদ, বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বীর মুক্তিযোদ্ধা রয়েজ উদ্দিন,উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, ডা: আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান, পল্লী উন্নয়ন অফিসার ইমরান আলী ,মহিলা বিষয়ক অফিসার নাসরিন সুলতানা প্রমুখ।
- আরও পড়ুনঃ বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী আজ
উপস্থিত ছিলেন-আ’লীগ দলীয় নের্তৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান শিক্ষক ও সাংবাদিক।
অপরদিকে, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন দলীয় নের্তৃবৃন্দ।
প্রিন্ট