বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি এ্যাডভোকেট আলী আশরাফ নান্নুর সভাপতিত্বে আজ মঙ্গলবার বেলা ১২ টায় ফরিদপুর জেলা আইনজীবী ভবনের সামনে কোর্ট চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে একটি অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও ফোরামের উপদেষ্টা এ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান, সাবেক সভাপতি এ্যাডভোকেট এওএম খালেদ, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন, এ্যাডভোকেট শাহ্ মোঃ আজিজুর রহমান (বিকু), জেলা জাসাসের আহ্বায়ক এ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বলেন এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকার গঠন করা হবে। এরপর জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও জনগণকে মুক্ত করা হবে।
প্রিন্ট