ভেড়ামারা উপজেলার জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আলোচনা সভা । পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও অসচ্ছ্বল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
৮ আগষ্ট মঙ্লবার সকাল ১১টার সময় জাতীয় মহিলা সংস্থার কার্যালয় অত্র সংস্থার চেয়ারম্যান বলাকা পারভীন স্বপ্না’র সভাপতিত্বে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ড, থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা কাজী মোহাম্মদ মুসা, প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার কারিবুল ইসলাম রনি।
অনুষ্ঠান শেষে ৫জন অসচ্ছ্বল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
- আরও পড়ুনঃ বাঘায় ছেলের হাতে বাবা খুন
প্রিন্ট