” সংগ্রাম – স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী বিভিন্ন আয়োজনে উদযাপন করা হয়েছে। ৮ আগষ্ট মঙ্গলবার সকালে ফারুক খান মিলনায়তনে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমানের সন্ঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফিরোজ খান, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৯জন দুস্থ মহিলাদের শেলাই মেশিন বিতরণ করা হয়েছে এবং ২৩ টি অসহায় দুস্থ মহিলাদের মাঝে ১২ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট