নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আম খেয়ে একই পরিবারের ৩জন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ সকলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।
সোমবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার চরকিং ইউনিয়নের মিধ্যা গ্রামের আব্দুল ওহাব মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে।
অসুস্থ্যরা হলেন, আব্দুল ওহাব মিয়ার মেয়ে ফাতেমা আফরোজ (২৬), নাতি ফাতিহ (৫) ও নাতিন ফাইজা (৩)।
ফাতেমা আফরোজ বলেন, ব্রীজ বাজার থেকে আম কিনে এনে ফ্রিজে রেখেছি। সকাল ১১টার দিকে বাচ্ছারা আম খেতে চাইলে আমি আম কেটে দিয় এবং নিজেও খাই। আম খাওয়ার কিছুক্ষন পর আমার ছোট বাচ্ছা টার হাত পা ভেঙ্গে ঢলে পড়ে যাচ্ছে । পরে দেখি আমারও মাথা ঘুরছে। আমার বাবাকে কল দিলে তিনি আমাদেরকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার পথে বড় বাচ্ছাটারও একই অবস্থা সে সাথে পেট ফেঁপে উঠেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শেখ মো: মাহমুদুর রহমান বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে আমের সাথে কোন ধরনের কেমিকেল বা বিষ মিশানো ছিলো। বিষক্রিয়ার কারণে ফুড পয়জনিং হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রিন্ট