আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুষ্কৃতিকারীরা দেশকে অশান্ত করলে তাদের প্রতিরোধ করতে সচেষ্ট রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই জনগণদের কোন প্রকার সহিংসতা বা গুজবে কান না দেয়ার আহবান জানান জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ। তিনি বোয়ালমারীতে অনুষ্ঠিত জেলা কোর কমিটির মতবিনিময় সভায় বলেন, ফরিদপুর জেলায় আত্মহত্যার প্রবণতা ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে। হাদিসে বর্ণিত আছে আত্মহত্যা করা মহা পাপ। তাই আত্মহত্যা না করে আমাদের জানান। আমরা সমাধান করবো। সমাধান করতে না পারলে পরবর্তিতে আপনার সিদ্ধান্ত মতে কাজ করুন।
তিনি এ সময় আরও বলেন, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং, মাদককারবারী সহ বিভিন্ন অপরাধ থেকে নিজেদের বিরত থাকারও আহবান জানান। ধর্মীয় অনুভূতিতে কোন প্রকার আঘাত বা মসজিদ, মন্দির নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটালে অপরাধীদের কঠিন শাস্তি দেয়া হবে। মাদকে ফরিদপুর জেলা জিরো টলারেন্স ঘোষণা জারি করা হয়েছে। আর কিশোরগ্যাং রুখতে পরিবারের অভিভাবকদের অগ্রণী ভূমিকা রাখা উচিত। স্কুল, কলেজ পড়ুয়া ছেলেরা কার সাথে মেলামেশা করে, সন্ধ্যার পর কোথায় যায় খোঁজ নিতে হবে পরিবারের। অপ্রাপ্ত বয়সে মোটরসাইকেলও না দেয়ার আহবান জানান তিনি।
উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার শাহজাহান (পিপিএম) সেবা, যুগ্ম পরিচালক জেলা এনএসআই মোহাম্মদ মজিবুর, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট অমিত দেবনাথ, র্যাব-১০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার, জেলা আনসার কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন, বোয়ালমারী পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার অধ্যক্ষ আব্দুর রশীদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ হিন্দু মহাজোটের সিনিয়র সহসভাপতি সুবাস সাহা প্রমুখ।
প্রিন্ট