ফরিদপুর জেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৭৮৩) এর বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(৭ আগষ্ট) সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে গোয়ালচামট রকিবউদ্দীন পৌর মার্কেট তৃতীয় তলায় প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজুর রহমান খান লাবু এর সভাপতিত্বে, আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা মোঃ নাজিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর আঞ্চলিক শ্রম দপ্তরের অফিস সহকারী মোঃ আশরাফুল ইসলাম, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ মিঠু মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শ্রী শংকর কুমার ইন্দ্র, জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সালা উদ্দিন মিয়া চুন্নু, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমানসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উপস্থিত শ্রমিকদের সাথে আগামী দিনে হোটেল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে অগ্রসর করার প্রত্যয়ে কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন।
প্রিন্ট