বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু মেখ মজিবুর রহমানের জেষ্ঠ ছেলে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা রচনা প্রতিযোগিতা ও যুব উন্নয়ন অধিপ্তরের উদ্যোগে গাছের চারা বিতরন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হুসাইন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহের, আমতলী উজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম, কৃষি স¤প্রসারন কর্মকর্তা মো. রাসেল প্রমুখ।
- আরও পড়ুনঃ শেখ কামালের জন্মবার্ষিকী আজ
আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন ও যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে যুবকদের মধ্যে গাছের চারা বিতরন করা হয়।
প্রিন্ট