জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল খেলাটি গোল শূন্য ড্র হয়েছে।
আজ শনিবার বিকেলে ফরিদপুর শহরের শেখ জামাল স্টেডিয়ামে এই খেলাটি অনুষ্ঠিত হয়। এতো মোকাবেলা করে আবাহনী ক্লাব ও শেখ জামাল ক্লাব।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল আহসান তালুকদার।
বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসিত দেবনাথ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চুন্নু অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ।
গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেফারি আবুল কাশেম ভোলা, রেজাউল করিম , মিনার বিশ্বাস ও সাইফুল ইসলাম।
প্রিন্ট