ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে আজ শনিবার সকাল ১১.০০ টায় ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (তদন্ত) জুয়েল, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ডু, নির্বাচন কর্মকর্তা মোঃ হাসান উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব হোসেন মোতালেবসহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ।
এ সময় বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতি স্মরণে আলোচনা করেন এবং শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
প্রিন্ট