পূর্ব বিরোধের জেরে পাবনা শহরের ছাতিয়ানি পশ্চিমপাড়ায় ছুরিকাঘাতে শাহীন ওরফে কালা শাহীন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে শাহীন ছুরিকাহত হন। সোমবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
নিহত শাহীন পাবনা ছাতিয়ানী পশ্চিমপাড়া মহল্লার মজনু শেখের ছেলে। এ ঘটনায় ইয়াকুল আলী নামের আরো একজন গুরুতর আহত হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রোববার রাতে প্রতিপক্ষের লোকজন শাহীন ও ইয়াকুলকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল ভর্তি করে।
এদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় শাহীনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থার মারা যায় শাহীন।
ওসি আরো জানান, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট