নড়াইলে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ ভবিবল প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। ৫ এপ্রিল সোমবার বিকেলে বীরশ্রেষ্ট নূর মোহাম্মাদ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও বাংলাদেশ ভবিবল ফেডারেশন প্রতিযোগিতার আয়োজন করেছে।
এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, যশোর সেনাবাহিনীর মেজর এ এফ এম আজমল হোসেন খান (পিএসসি), যশোর সেনাবাহিনীর ক্যাপ্টেন ফাতির আব্দুল্লাহ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েনের উপ-মহাসচিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমূখ।
পুরুষ বিভাগে ১১টি এবং মহিলা বিভাগে ৮টি জেলা, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও সার্ভিসেস দল নড়াইল ভেন্যুতে অংশ নেবে।
উদ্বোধনী দিনে ৬টি দলের অংশগ্রহনে ৩টি ম্যচের খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগ: বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ তিতাস গ্যাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দিনাজপুর জেলা, কুমিল্লা জেলা, পঞ্চগড় জেলা, চট্টগ্রাম জেলা ও স্বাগতিক নড়াইল জেলা দল।
মহিলা বিভাগ: বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, পাবনা জেলা, রাজশাহী জেলা, চট্টগ্রাম জেলা, খুলনা জেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও স্বাগতিক নড়াইল জেলা দল।
সট: বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েনের উপ-মহাসচিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।
প্রিন্ট