কুষ্টিয়ার ভেড়ামারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রীদের গুলিতে আহত হয়েছেন পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিক। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেলাল হোসেন ও শ্যামল নামে আরও দুজন।
বুধবার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলা শহরের গোডাউন মোড় এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ভেড়ামারা থানা পুলিশ প্রধান আসামী মুস্তাফিজুর রহমান শোভন কে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুস্তাফিজুর রহমান শোভন ও তার লোকজন বুধবার রাত ১১টার দিকে উপজেলা শহরের গোডাউন মোড় এলাকায় জড়ো হয়ে হঠাৎ করেই পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিক ও তার সঙ্গে থাকা বেলাল হোসেন ও শ্যামলকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে সঞ্জয় কুমার প্রামাণিকের পায়ে ও হাঁটুর নিচে গুলি লাগে। এছাড়াও তার মাথায় ও শরীরে কুপিয়ে জখম করা হয়। আহতদের শরীরে জখমের চিহ্ন আছে। আহত অবস্থায় তাঁদের সেখান থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সে এখন তারা চিকিৎসাধীন রয়েছে। এদিকে এ ঘটনায় উপজেলা এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় ভেড়ামারা থানা পুলিশ প্রধান আসামী মুস্তাফিজুর রহমান শোভন কে আটক করেছে।
- আরও পড়ুনঃ নলছিটি খাদ্য গুদামে দুদকের সিলগালা
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত এ ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে। মুস্তাফিজুর রহমান শোভন কে আটক করা করেছে।
প্রিন্ট