নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বুধবার ছৈয়দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: গোলাম সরওয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী,
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) এ বি এম নুরুজ্জামান,সহকারী শিক্ষা অফিসার আকবর হোসেন, হাতিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: ফিরোজ উদ্দিন,হাতিয়া থানার এসাই মো: মনির উদ্দিন, সোনাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা,দক্ষিণ লক্ষ্মীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ দাস, আলিয়া মডেল সরকারি প্রাতমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইকবাল হোসেন, ললিত মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্মলাল দাস প্রমূখ।
অনুষ্ঠিত প্রথম ফাইনাল খেলায় বেলা চার টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খেলায় ট্রাইবেকারে দক্ষিণ লক্ষ্মীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২ -০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয় সোনাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অপরদিকে বেলা পাঁচটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ললিত মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩ – ০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
অনুষ্ঠিত খেলা শেষে অতিথিবৃন্দ সোনাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা ও আলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইকবার হোসেন এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও অন্যান্যদের মাঝে পুরস্কার তুলে দেন।
প্রিন্ট