করোনায় মারা গেলেন আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক কাজী আমিনুল ইসলাম (৬৫) সোমবার ভোরে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় মুহুত্বের মধ্যে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্বসাধারণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এলকার দানবীরখ্যাত কাজী আমিনুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের বড় ছেলে।
কাজী সিরাজুল ইসলামের সহকারী একান্ত সচিব আসাদুল করিম বলেন, সোমবার সকালে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান। তিনি করোনা আক্রান্ত ছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
প্রিন্ট