নড়াইলে ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসুচির আওতায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, স্কুল ড্রেস,বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বই, সাইন্টিফাইক যন্ত্রপাতি বিতরণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসুচির আওতায় ক্ষুদ্র ন-ৃগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্টিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়। ২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে স্কুল ড্রেস, ৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীকে ৫টি বাইসাইকেলসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রীবই, সাইন্টিফিক যন্ত্রপাতি বিতরণ করা হয়। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ প্রধান অতিথি হিসাবে এসব সামগ্রী বিতরণ করেন।
- আরও পড়ুনঃ দেশের প্রথম আইকনিক রেল স্টেশন দৃশ্যমান
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম এর সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী , সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, এমপি মাশরাফির পিতা ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা গোলাম মোতুর্জা স্বপন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা , সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রিন্ট