“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৩০ জুলাই) পাংশা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. রাশেদুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মৎস্যচাষী ও মৎস্যজীবীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় জাতীয় মৎস্য সপ্তাহের সামগ্রিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন হয়েছে।
অনুষ্ঠানে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের কল্যাণে বর্তমান সরকারের পদক্ষেপ এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য তুলে ধরা হয়। একই সাথে মৎস্যচাষীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সামাজিক ও দেশের সেবায় আত্মনিয়োগ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্যচাষী ও মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে ২৪-৩০ জুলাই ৭ দিন পর্যায়ক্রমে মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা, মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময় সভা, ব্যানার ফেস্টুন ও বাদ্যযন্ত্র সহকারে র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, পাংশা উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ, পাংশা শহরের মালেক প্লাজা মার্কেট চত্বরে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, হাবাসপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, বাবুপাড়া ইউপির ভুরকুলিয়া গ্রামে মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুর ও জলাশয়ে পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা, কশবামাজাইল ইউপির ভাতশালা গ্রামে মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুর ও জলাশয়ে পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা, নাদুরিয়া ঘাট বাজারে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাবুপাড়া ইউপির দত্ত মাজাইল গ্রামে সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান এবং সবশেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনীর আয়োজন করা হয়।
প্রিন্ট