ফরিদপুরের সদরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ উপলক্ষ্যে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা দরবার হলে অনুষ্ঠিত উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এম. জাহাঙ্গীর কবিরের সার্বিক সঞ্চালনায় সমাপনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্যব্যক্তিবর্গ।
জানা যায়, ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ থেকে ৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়।
মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন – আমাদের দেশে খাদ্যে বেশীর ভাগ পুষ্টির যোগান আসে মাছ থেকে। আমাদের ছোট বড় অনেক নদী, খাল, জলাশয় আছে। সম্মিলিত প্রচেষ্টায় ইচ্ছে করলেই মৎস্য অভয়ারণ্য তৈরীর মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানো সম্ভব। এতে সমাজের সকলের ঐকান্তিক প্রচেষ্টার বিকল্প নেই।
প্রিন্ট