ফরিদপুরের আলফাডাঙ্গার বানা ইউনিয়নে আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুকবার বিকেল টাবনী বাজারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুর রহমান। অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মো.ইরান মোল্যা।
বানা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আকরাম মিয়ার সভাপতিত্বে বানা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর কবীরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক মো.ইকলাচ মিয়া, পৌর মৎস্যজীবী লীগের আহবায়ক মনোরঞ্জন সরকার, বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কোবাদ হোসেন, সদস্য আশরাফুজ্জামান মিয়া জিল্লু, বানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হান্নান বিশ্বাস, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিব মিয়া ও টগরবন্দ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রুমী প্রমুখ।
- আরও পড়ুনঃ চোখ নয়াপল্টন বায়তুল মোকাররমে
প্রিন্ট