ফরিদপুরের বোয়ালমারীতে একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা এ সময় এক ভরি ওজনের স্বর্ণালংকার, ছয় ভরি ওজনের রৌপ্যালংকারসহ বেশকিছু আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে। বুধবার (২৬ জুলাই) রাতে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামে অবস্থিত ‘গোহাইলবাড়ী সর্বজনীন শ্রী শ্রী গোপীনাথ আশ্রম’-এ চোর প্রধান ফটকের তালা ভেঙ্গে মূল মন্দিরে প্রবেশ করে।
তারপর মন্দির থেকে চোরের দল প্রায় ১ ভরি স্বর্ণের অলংকার, প্রায় ৬ ভরি রৌপ্যের অলংকারসহ কাসা ও পিতলের কিছু আসবাব চুরি করে নিয়ে পালিয়ে যায়।
সকালে আশ্রমের সেবাইত মন্দিরের তালা ভাঙ্গা ও প্রধান গেট খোলা অবস্থায় দেখে এলাকাবাসীকে জানান। এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা।
বৃহস্পতিবার সকালে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রিন্ট