ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের বিবাদমান ২ গ্রুপ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন উপজেলা ছাত্রলীগ, যুবলীগের পর স্বেচ্ছাসেবক লীগের মধ্যেও অভ্যন্তরীন দ্বন্দ্ব চরম আকারে প্রকাশ পেয়েছে।
একাধিক নেতাকর্মী জানায়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব মূলদল সহ সহযোগী সংগঠনের মধ্যেও অভ্যন্তরীন দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে।
তারই ফলশ্রুতিতেই পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুইটি অংশ।
দিবসটি উপলক্ষে থানা রোডস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান মুশা মিয়ার সমর্থিত অংশ আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা কর্মসূচি পালন করে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি চুন্নু বিশ্বাস এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মলয় কুমার বোস, সহ সভাপতি ও শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইস্রাফিল মোল্যা, সদস্য ও বোয়ালমারী পৌর কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, পৌর যুবলীগের আহ্বায়ক আহাদুল করিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল খান, প্রচার সম্পাদক শেখ আনিসুজ্জামান আনিস প্রমুখ।
অপর দিকে বোয়ালমারী জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে সাবেক সংসদ আব্দুর রহমান সমর্থিত অংশ দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলচনা সভা, দোয়া ও কেককেটে দিবসটি উদযাপন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল,
সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান মিন্টু, সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আকবর মোল্যা, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামন লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল সিকদার প্রমুখ।
সভায় স্বেচ্ছাসেবক লীগের বিভিন্নস্তরের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিল। আলোচনা সভা শেষে ২৯তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ২৯ পাউন্ড ওজনের একটি কেক কাটা হয়।
প্রিন্ট