‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ’’ এ ¯েøাগানে ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ দরবার হলে এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এম. জাহাঙ্গির কবিরের সার্বিক সঞ্চলনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিশনার (ভূমি) তানিয়া আক্তার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমির বৈদ্য, কৃষি কর্মকর্তা নিটুল রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা আক্তার, ওসি তদন্ত আনিসুর রহমান, সিনিয়র সাংবাদিক আঃ মজিদ মিয়া, সাংবাদিক সিমুল তালুকদারসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় উপজেলা ৩জন মৎসজীবিকে পুরস্কৃত ও উপজেলার বিভিন্ন জলশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।
প্রিন্ট