“নিরাপদ মাছে ভরবো দেশ- গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল এগারোটায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মুকসুদপুর উপজেলা ফারুক খান মিলানায়তনে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খাইরুল ইসলাম পাভেল, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোশারফ হোসেন প্রমুখ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় মুকসুদপুর উপজেলার তিন সফল মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন ননীক্ষির ইউনিয়নের মোঃ বেলায়েত হোসেন মিনা, উজানী ইউনিয়নের মোঃ গোলজার হোসেন, বহুগ্রাম ইউনিয়নের রবি বিশ্বাস।
প্রিন্ট