ঝালকাঠি সদরের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যাওয়া বাসের সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। সোমবার সন্ধ্যায় রাজাপুর থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল র্যাব-৮ এর একটি দল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৮ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মিজান নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর (বটতলা) এলাকার মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, শনিবার সকাল ১০টায় ভান্ডারিয়া থেকে বরিশালগামী যাত্রীবাহী বাস ‘বাশার স্মৃতি পরিবহন’ অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিল। ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ১৭ জন নিহত ও ৩৫ জন আহত হন।
এ ঘটনায় সদর থানা পুলিশের এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়াতদন্ত শুরু করে র্যাব। ঘটনার প্রায় ৫৫ ঘণ্টা পরে রাজাপুর থেকে বাসের সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পরে র্যাব মিজানকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করেছে বলে জানান এসআই দেবাশীস।
প্রিন্ট