বরগুনার আমতলীতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলা সংঘর্ষে গুলিশাখালী ইউনিয়ন যুবলীগ সভাপতিকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষ।
জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. কামাল মৃধার (৫০)সাথে একই গ্রামের মন্টু মাষ্টার গংদের সাথে হরিদ্রা বাড়ীয়া গ্রামে ৫৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সোমবার বিকাল ৪ টার সময় মন্টু মাষ্টারের ইন্দনে আলী হাওলাদার(৫০) মো. জালাল (৫১) বিরোধীয় জমিতে হাল চাষ করিতে যায় তখন কামাল মৃধা বাধা দিতে গেলে তাকে বাশেঁর লাঠি দিয়ে বেদড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়ে চলে যায় স্থানীয়রা কামাল মৃধাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত যুবলীগ সভাপতি মো. কামাল মৃধা বলেন এই জমি নিয়ে মন্টু মাষ্টারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে । মন্টু মাষ্টার কোন শালিস ব্যবস্থা কিছুই মানে না। গায়ের জোরে জমি ভোগ দখল করতে চায়। সোমবার বিকালে আমার ভোগদখলীয় জমি জোর করে দখল করার জন্য হাল চাষ করিতে যায় আমি বাঁধা দিতে গেলে আমাকে মন্টু মাষ্টারের লোক জালাল ও আলী হোসেন বাঁশ দিযে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় আমি এ ঘটনার বিচার চাই।
এ ব্যাপারে মন্টু মাষ্টার বলেন, আমার সাব কবলা সূত্রে ক্রয় করা জমিতে আমার লোক জালাল ও আলী হোসেন হাল চাষ করতে গেলে কামাল মৃধা তাদের বাঁধা প্রদান করে আলী হোসেন (৫০)কে মারধোর করে মাথা ফাটিয়ে দেয়।
- আরও পড়ুনঃ শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক
আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন মুঠোফোনে বলেন, এ বিষয় এখোনো কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট