মাগুরায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২৩ সালে উপজেলা থেকে জেলা পর্যায় পেরিয়ে এবার বিভাগীয় পর্যায়ে খ বিভাগে কুটির শিল্প (মাটির কাজ) করে ১ম স্থান অধিকার করেছে, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির দিবা শাখার মেধাবী শিক্ষার্থী জয়দ্বীপ কুন্ডু তূর্য।
গতকাল রবিবার ২৩ জুলাই খুলনা অডিটোরিয়ামে বিভাগীয় পর্যায়ে তার এই অসাধারণ কৃতিত্ব মাগুরা জেলার মুখ উজ্জল করলো। সে এবার সংশ্লিষ্ট ইভেন্টে খুলনা বিভাগের প্রতিনিধি হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণের জন্য আগামী বুধবার ২৬ জুলাই থেকে রবিবার ৩০ জুলাই ২০২৩ খ্রি: তারিখে বাংলাদেশ শিশু একাডেমী, ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগিতার জন্য টিকিট পেয়েছে। সে টেরাকোটার মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনকে অসাধারণ শিল্প শৈলীতে ফুটিয়ে তুলেছে। সে মাগুরা জেলার স্বনামধন্য চিত্রালী আর্ট স্কুলের একজন ক্ষুদে মেধাবী আর্ট শিক্ষার্থী।
জয়দ্বীপ কুন্ডু মাগুরা সদর উপজেলার উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডুুর মেধাবী পুত্র। জয়দ্বীপ কুন্ডু তূর্য তার চুড়ান্ত লক্ষ্য ও সাফল্যের উচ্চ সিড়িতে উঠার জন্য দেশবাসীর সকলের নিকট দোয়া ও আশির্বাদ চেয়েছেন।
প্রিন্ট