কুষ্টিয়ার খোকসা জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ কামরুজ্জামান সোহেল, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, উপজেলা সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী ও সাংবাদিকগন। বক্তাগণ জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
- আরও পড়ুনঃ বদলে যাবে দেশের অর্থনীতি
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণশেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। এছাড়াও এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুখী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট