ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আগামী ১৫ই আগস্ট ২০২৩ জাতীয় শোক দিবস উপলক্ষে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ক এক মিনিট ব্যাপী ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামশেদ, সাংবাদিকবৃন্দ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
প্রিন্ট