বরগুনার আমতলীর আমড়াগছিয়া বাজারে বিক্রিয় করা পজেশন সম্পত্তিত্বে জোর করে দখলের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে, পজেশন সম্পত্তির বিক্রয় দাতা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে।
আমতলী থানায় খেকুয়ানী গ্রামের মো.সফিউদ্দিন শরিফের দায়ের কৃত অভিযোগে জানা যায়, কালিপুরা গ্রামের আঃ রাজ্জাক মৃধা ও আবুল মৃধার কাছ থেকে আমড়াগাছিয়া বাজারে একটি পজেশন সম্পত্তি ক্রয় করেন খেকুয়ানী গ্রামের মো. সফি উদ্দিন শরিফ প্রায় ৩৬ বছর আগে । উক্ত ক্রয়কৃত সম্পত্তিতে দোকান ঘর তুলিয়া দীর্ঘ ৩০/৩৫ বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছে মো. সফি উদ্দিন শরিফ।
১৪ জুলাই পজেশন সম্পত্তিটির বিক্রয়দাতা মো. আব্দুর রাজ্জাক বর্ণিত সম্পত্তিতে অবৈধ ভাবে গায়ের জোরে ভোগদখল করার জন্য সফিউদ্দিন শরিফের দোকান ঘরটি ভেঙ্গে ফেলার চেষ্টা করে ও কাগজ দেখার কথা বলে জোর করে ক্রয় বিক্রয়ের চুক্তির কাগজটি মো. সফি উদ্দিন শরিফের কাছ থেকে নিয়ে যায়।
১৪ জুলাই বিকালে আব্দুর রাজ্জাক মৃধা গায়ের জোরে দোকান ঘর ভাঙ্গিয়া পজেশনের জমি ভোগদখলের পায়তারা চালায় তখন মো. সফি উদ্দিন শরিফ বাধা দিতে গেলে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী সফি উদ্দিন শরিফকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে অভিযুক্ত আব্দুর রাজ্জাক মৃধার কাছে জানতে চাইলে তিনি এ বিষয় কোন কথা বলবেন না বলে জানান।
এ ঘটনায় ন্যায় বিচার চেয়ে ১৬ জুলাই আব্দুর রাজ্জাক মৃধার বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পজেশন সম্পত্তির বর্তমান মালিক মো. সফিউদ্দিন শরিফ।
আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট