ফরিদপুর জেলার আলিয়াবাদ ইউনিয়ন হতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।।
শনিবার বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন আলিয়াবাদ ইউনিয়ন ৯ নং ওয়ার্ড পাটপাশা বড় ব্রিজ সংলগ্ন দক্ষিণ পাশে জনৈক মান্নান খালাসী এর আগাছা বাগানের ভিতর উক্ত লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, আগাছা বাগানের ভিতরে অজ্ঞাতনামা পুরুষ (২৫) কে স্থানীয় কৃষক ঘাস কাটতে এসে মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় মেম্বার চেয়ারম্যান ও পুলিশকে খবর দেয়। মৃতদেহটির কোন পরিচয় পাওনা যায় নাই।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে কোতয়ালী থানার এসআই মিজানুর রহমান পৌঁছাইছেন। লাশের পরিচয় সনাক্ত করার জন্য পিবিআই ফরিদপুর এবং ঘটনার রহস্য উদঘাটনের জন্য ক্রাইম সিন সিআইডি ফরিদপুর ইউনিটকে অবহিত করা হয়েছে। মৃতদেহের গলা গামছা দিয়ে পেঁচানো, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।
লাশের সুরতাল প্রস্তুতপূর্বক ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
প্রিন্ট