ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ক্রমাগত বেড়েই চলেছে ভূরুঙ্গামারীর দুধকুমার নদীর পানি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদের পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভূরুঙ্গামারীর সাতটি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত ও ২০ হাজারের অধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার  দিকে ভূরুঙ্গামারীর পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা, কাজিয়ারচর, চরপাড়া, নামাচর, চর উত্তর তিলাই ও শালজোড় গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় সাত হাজার মানুষ।
তিলাই ইউনিয়নের ঢাকাইয়া পাড়া, বটতলা ও খোঁচাবাড়ি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এই গ্রামগুলোর তিন হাজারেরও বেশী মানুষ পানিবন্দি রয়েছে।
 ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয় ছাড়ার পাড়, মাঝিপাড়া ও নলেয়া গ্রাম পানিতে তলিয়ে গেছে।
চরভূরুঙ্গামারী ইউনিয়নের  ইসলামপুর, ধুলারকুটি, হুচারবালা, আরাজি পাইকডাঙ্গা, শিমুলতলা, খাসেরচর, চরুয়াটারি, কদমতলা, ভেল্লিকুড়ি ও ত্রিমোহনী গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে তিন হাজার মানুষ।
পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া,  মাওলানপাড়া, পাইকডাঙ্গা, ছিটপাইকেরছড়া, গছিডাঙ্গা ও বেলদহ গ্রামের কিছু অংশ  পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে চার হাজার মানুষ।
আন্ধারীঝাড় ইউনিয়নের ডারারপার, সাতকুড়ার পাড়, দক্ষিণ বারুইটারি, মধ্য বারুইটারি, হেলোডাঙ্গা, দক্ষিণ পাড়া, কানিপাড়া, পূর্বপাড়, পশ্চিম পাড়, চাঁদনি বাজার, একতা বাজার ও নামাচর গ্রাম তলিয়ে  গেছে।গ্রামগুলোর পাঁচ হাজার মানুষ পানি বন্দি অবস্থায় আছে।
বলদিয়া ইউনিয়নের সুতিপুরি ও উত্তর বলদিয়া গ্রাম তলিয়ে গেছে। প্রায় এক হাজার মানুষ পানিবন্দি অবস্থা আছে।
সোনাহাট ইউনিয়নের আসামপাড়া, ঢাকায়াপাড়া, চর বলদিয়া গ্রাম তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা বলেন, পানিবন্দি মানুষের জন্য পাঁচ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। আগামীকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সেগুলো বিতরণ করবেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এবার ২১ দিনের মধ্যে জবাব দিতে আদানিকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

error: Content is protected !!

ক্রমাগত বেড়েই চলেছে ভূরুঙ্গামারীর দুধকুমার নদীর পানি

আপডেট টাইম : ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদের পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভূরুঙ্গামারীর সাতটি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত ও ২০ হাজারের অধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার  দিকে ভূরুঙ্গামারীর পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা, কাজিয়ারচর, চরপাড়া, নামাচর, চর উত্তর তিলাই ও শালজোড় গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় সাত হাজার মানুষ।
তিলাই ইউনিয়নের ঢাকাইয়া পাড়া, বটতলা ও খোঁচাবাড়ি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এই গ্রামগুলোর তিন হাজারেরও বেশী মানুষ পানিবন্দি রয়েছে।
 ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয় ছাড়ার পাড়, মাঝিপাড়া ও নলেয়া গ্রাম পানিতে তলিয়ে গেছে।
চরভূরুঙ্গামারী ইউনিয়নের  ইসলামপুর, ধুলারকুটি, হুচারবালা, আরাজি পাইকডাঙ্গা, শিমুলতলা, খাসেরচর, চরুয়াটারি, কদমতলা, ভেল্লিকুড়ি ও ত্রিমোহনী গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে তিন হাজার মানুষ।
পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া,  মাওলানপাড়া, পাইকডাঙ্গা, ছিটপাইকেরছড়া, গছিডাঙ্গা ও বেলদহ গ্রামের কিছু অংশ  পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে চার হাজার মানুষ।
আন্ধারীঝাড় ইউনিয়নের ডারারপার, সাতকুড়ার পাড়, দক্ষিণ বারুইটারি, মধ্য বারুইটারি, হেলোডাঙ্গা, দক্ষিণ পাড়া, কানিপাড়া, পূর্বপাড়, পশ্চিম পাড়, চাঁদনি বাজার, একতা বাজার ও নামাচর গ্রাম তলিয়ে  গেছে।গ্রামগুলোর পাঁচ হাজার মানুষ পানি বন্দি অবস্থায় আছে।
বলদিয়া ইউনিয়নের সুতিপুরি ও উত্তর বলদিয়া গ্রাম তলিয়ে গেছে। প্রায় এক হাজার মানুষ পানিবন্দি অবস্থা আছে।
সোনাহাট ইউনিয়নের আসামপাড়া, ঢাকায়াপাড়া, চর বলদিয়া গ্রাম তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা বলেন, পানিবন্দি মানুষের জন্য পাঁচ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। আগামীকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সেগুলো বিতরণ করবেন।

প্রিন্ট