রাজবাড়ী জেলার পাংশা শহরে বৃহস্পতিবার ১ এপ্রিল দুপুরে মুখে মাস্ক না পড়ায় ৩০জনকে ১৯হাজার ১৮০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ১১জনকে ৫হাজার ২শত টাকা জরিমানা করেন। এছাড়া পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ১৯জনকে ১৩হাজার ৯৮০টাকা জরিমানা করেন। পাংশা মডেল থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের কর্মকর্তাবৃন্দ পাংশা বাজারের প্রধানসড়কের ফুটপাথ থেকে অবৈধ দোকানপাট অপসারণ ও গণ-উপদ্রব যানবাহন সরিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় স্বাস্থবিধি মেনেচলাসহ জনসচেতনতায় লোকজনের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
পাংশা শহরে বৃহস্পতিবার মাস্ক না পড়ায় ৩০জনকে ১৯হাজার ১৮০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
প্রিন্ট