সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে রাজশাহীর বাঘায়,ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৭জুলূাই) আসর নামাজের পর বিক্ষোভ মিছিলটি শাহী মসজিদ চত্বর এলাকা থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাঘা বাজার সংলগ্ন এলাকার ওয়াকফ ষ্টেটের তেতুল তলায় এসে সমাবেশে মিলিত হয় ।
সেখানে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী,উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন,পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ। মিছিলে নের্তৃত্ব দেন ওলামা পরিষদের বাঘা উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ ।
বক্তব্যকালে তারা, কোরআন অবমাননা কারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মাওলানা আব্দুল লতিফ বলেন, সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়ে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। তাই প্রতিবাদ সভা থেকে আমরা তাদের সকল পণ্য বর্জনের ডাক দিয়েছি।
প্রিন্ট