কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ফয়জুল্লাহ পুরে ৫জুলাই বুধবার সকাল ১০টার সময় পদ্মার পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে রফিকুল ইসলাম ও আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
এসময় লালপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ভেড়ামারা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- আরও পড়ুনঃ গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, ভেড়ামারা উপজেলায় অবৈধভাবে কেউ মাটি বালি উত্তোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান চলমান থাকবে।
প্রিন্ট