ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এর এক মত বিনিময় সভা আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয়।
মধুখালী উপজেলার জাহাপুর ও রায়পুর ইউনিয়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-০১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
- আরও পড়ুনঃ হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর আলোচনা সভা অনুষ্ঠিত
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং উপজেলা ভাইস-চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহ ফারুক মিয়া, রায়পুর এবং জাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
প্রিন্ট