শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটুক্তি করার মানহানি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্
বর চন্দ্র রায়কে জামিন দিয়েছে নড়াইলের জজ আদালত। সোমবার (২৯ মার্চ) সকালে নড়াইলের আদালতের স্বশরীরে হাজির হলে জেলা ও দায়রা জজ মো.মশিউর রহমান এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়,২০১৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় দলীয় এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিরূপ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘তারা নির্বোধের মতো মারা গেল, আমাদের মতো নির্বোধরা প্রতিদিন শহীদ বুদ্ধিজীবী হিসেবে ফুল দেয়, না গেলে আবার পাপ হয়।’
এই বক্তব্য মিডিয়ার মাধ্যমে জেনে নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের শেখ আশিক বিল্লাহ ক্ষুব্ধ হয়ে গয়েশ্বর চন্দ্র রায় এর নামে ২০১৫ সালের সদর আমলী আদালতে ২৯ ডিসেম্বর মানহানি মামলা দায়ের করেন।
মামলার সমন জারি হয়ে ফেরত আসায় এবং আসামী আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন নড়াইল সদর আমলী আদালতের বিচারক।
প্রিন্ট