ফরিদপুর জেলা ছাএলীগের উদ্যোগে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ বায়তুল আমান শাখায় এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিমুল রশীদ রিয়ানের সভাপতিত্বে ফরিদপুর শহরতলীর বায়তুল আমানস্থ সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স শাখা ক্যাম্পাসে এ বৃক্ষ রোপন করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, ফরিদপুর জেলা ছাএলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, জেলা ছাএলীগের সদস্য মশিউর রহমান সহ ফরিদপুর জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা ছাএলীগের উদ্যোগে ঈদুল আজহার পর পর্যায় ক্রমে ফরিদপুরের উল্লেখ যোগ্য শিক্ষা প্রতিষ্টানে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রিন্ট